বিহঙ্গ দ্বীপ বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার বঙ্গোপসাগরে বলেশ্বর নদীর একটি দ্বীপ। দ্বীপটি ২০২৪ সাল থেকে আনুমানিক ৩০-৩৫ বছর আগে জেগে উঠে বলেশ্বর নদীর বুকে। সম্প্রতি (২০১৮ সালে) এর নামকরণ করা হয় বিহঙ্গ দ্বীপ।
উইকিপিডিয়া: বিহঙ্গ দ্বীপ |
নাম করনের আগে বিহঙ্গ দ্বীপকে স্থানীয় বাসিন্দা ও জেলেরা মাঝের চরও বলতো। তবে এখন সকলে বিহঙ্গ দ্বীপ নামেই চেনে এই দ্বীপকে।
বিহঙ্গ দ্বীপের সৌন্দর্য
বিহঙ্গ দ্বীপটিকে প্রকৃতি যেন তার রূপে সাজিয়ে রেখেছেন। এই দ্বীপটি সম্পূর্ণ সবুজে ঘেরা, চারপাশে অথৈ জলরাশি সাথে বানডাকা ঢেউয়ের গর্জন আর সুন্দরবনের বুক চিরে সুর্যাস্তের চোখ জুড়ানো মনোরম দৃশ্য। পাখির কিচির-মিচির তো আছেই। এছাড়াও রয়েছে লাল কাঁকড়ার ও শামুকের অবাধ ছোটাছুটি আর বিভিন্ন পাখির কলকাকলী মুহুর্তেই মুগ্ধ করবে পর্যটকদের।
বিহঙ্গ দ্বীপ কোথায় অবস্থিত?
বিহঙ্গ দ্বীপের পশ্চিমে বিশ্ব ঐতিহ্য সুন্দরবন, পূর্বে পাথরঘাটা উপজেলা, উত্তরে একাংশে পাথরঘাটার চরদুয়ানী ইউনিয়ন অপরাংশে সুন্দরবন এবং দক্ষিণে বঙ্গোপসাগরের মধ্যবর্তী বলেশ্বর নদের উপর বিহঙ্গ দ্বীপ।
ছবি সংগৃহীত: বিহঙ্গ দ্বীপ |
বিহঙ্গ দ্বীপে কিভাবে যাবো?
যাতায়াতের মাধ্যম নৌপথ, বিহঙ্গ দ্বীপে যেতে হলে আপনাকে বরগুনা জেলার পাথরঘাটা উপজেলায় আসতে হবে। পাথরঘাটা শহর থেকে মটর সাইকেল যোগে টেংরা বাজার, টেংরা বাজার থেকে হাজিরখাল আসতে হবে হাজিরখালের স্থানীয় মানুষদের সাথে কথা বলে নৌকা ভাড়া করে বিহঙ্গ দ্বীপে যেতে হবে।
বিহঙ্গ দ্বীপ যাওয়ার জন্য সবচেয়ে ভালো সময় শীতের সময়। কারণ এসময় প্রচুর কাশফুল দেখা যায়। তবে বিহঙ্গ দ্বীপে যাওয়ার জন্য কিছুটা যাতায়াত সমস্যা পোহাতে হবে আপনাকে।
0 মন্তব্যসমূহ