প্রাকৃতিক সৌন্দর্যের মিলনমেলা পাথরঘাটা, বাংলাদেশের বিভিন্ন পর্যটন স্থানের মধ্যে অন্যতম পাথরঘাটা উপজেলার পর্যটন জোন গুলো। বিষখালি, বলেস্বর, ও পায়রা নদীসহ বঙ্গোপসাগরের কোলঘেঁষা পাথরঘাটা উপজেলাটি প্রকৃতি যেন তার নিজ হাতে, পরম যত্নে সাজিয়েছে।
পাথরঘাটার সৌন্দর্য |
বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্র (বিএফডিসি), পর্যটন কেন্দ্র, হরিণঘাটা ও বিহঙ্গদ্বীপসহ একাধিক পর্যটন স্থান রয়েছে পাথরঘাটা উপজেলায় যা ভ্রমণপ্রেমী মানুষদের কাছে হতে পারে পছন্দের। বঙ্গোপসাগর ও বিশ্বঐতিহ্য সুন্দরবন ঘেঁষা এই অঞ্চলটি বিপুল প্রাকৃতিক সৌন্দর্যে সমৃদ্ধ। যেটি পর্যটকদের কাছে আকর্ষণীয় করে তুলবে।
হরিণঘাটা
সুন্দরবনের কোলঘেঁষা(সুন্দরবনের একটি অংশ) উপকূলে থেকে বয়ে যাওয়া দুই নদ-নদী এসে পড়েছে বঙ্গোপসাগরে। এই মোহনাজুড়ে বিশাল চর আর বনের সুবিস্তৃত সবুজের সতেজতা। সাড়ে ছয় হাজার একরজুড়ে বিস্তৃত নয়নাভিরাম বনের ভেতর নৈসর্গিক সৌন্দর্য যা যে কাউকে মুগ্ধ করবেই।
ছবি: সুমন মোল্লা, ড্রোন ভিউ হরিণঘাটা |
প্রায় ২৬ প্রজাতির বৃক্ষরাজি হরিণঘাটার এই সংরক্ষিত বনাঞ্চলে। তিন নদীর মোহনার এই চরজুড়ে প্রাকৃতিকভাবে বেড়ে ওঠা বন, একই সঙ্গে সৃজিত বনের সম্প্রসারণে বনের পরিধি বাড়ছে। কোন হিংস্র প্রাণী না থাকলেও রয়েছে হরিণ, বানর, শূকর, গুইসাপসহ প্রায় ২৫ প্রজাতির বন্যপ্রাণী। আরও আছে ৭০ থেকে ৮০ প্রজাতির পাখি আর অগণিত প্রজাপতি, ঘাসফড়িংসহ নানা পতঙ্গকুল। এখানে রয়েছে গেওয়া, কেওড়া, পশুর, সৃজিত, সুন্দরী, গোলপাতা, ঝাউগাছসহ নানা প্রজাতির বৃক্ষরাজ বনের ভেতরে এঁকেবেঁকে চলা ছোট-বড় মিলিয়ে ১০ থেকে ১২টি খাল বর্তমানে প্রবহমান।
বনের মধ্যে প্রবাহমান খালে ব্রিজ |
বনের দক্ষিণ সীমানা তিন নদী ও সাগর মোহনার চরে রয়েছে মৌসুমি শুঁটকি পল্লী। তিন নদীর মোহনা ও সাগর-সান্নিধ্যে সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখার জন্য চমৎকার জায়গা এটা।
বিহঙ্গদ্বীপ
উপরে নীল আকাশ, ঠিক তার নিচে চারদিকে চোখ জুড়ানো বিশাল জলরাশি, মাঝখানে প্রকৃতি সাজিয়েছে অপরূপ সৌন্দর্য্যে এই দ্বীপকে যার নাম দেওয়া হয়েছে ‘বিহঙ্গদ্বীপ’। সুন্দরবন ঘেষা বলেশ্বর নদীর বুক চিড়ে ওঠা দ্বীপটির চারপাশে অথৈ জলরাশি আর সবুজ বেস্টনি দিয়ে ঘেরা এই দ্বীপটি। এর একদিকে রয়েছে ধু-ধু বালুচর, অন্যদিকে রয়েছে শিতল বালু আর লাল কাঁকড়া, যেখানে প্রকৃতি খেলা করে নিজের মতো করে।
ছবি: সংগৃহীত - বিহঙ্গ দ্বীপ |
ঢেউয়ের গর্জন, সূর্যাস্ত, পাখির কিচির-মিচির তো আছেই। সেই সঙ্গে কাঁকড়া, শামুকের অবাধ ছোটাছুটি আর বিভিন্ন পাখির কলকাকলী মুহূর্তেই মুগ্ধ করে দিবে যে কাউকে।
কালমেঘা টুলু পয়েন্ট
এটাকে বলা হয় রিভার ভিউ পয়েন্ট, কারন জোয়ারের জলের সাথে ভাসে আসা হিমলে হাওয়ার সাথে এতো সুন্দর করে আর কোথাও নদী দেখা যায় বলে মনে হয়না আমার।
ছবি: সংগৃহীত - কালমেঘা টুলু পয়েন্ট |
বিষখালি নদীর তীর ঘেঁষে এই পর্যটন কেন্দ্র গড়ে উঠেছে।
ছবি: সংগৃহীত - টুলু পয়েন্ট |
নিলীমা পয়েন্ট
জোয়ারের জলে ভেসে থাকে সবুজ প্রকৃতি।
ছবি: সংগৃহীত - নিলীমা পয়েন্ট |
সাগরের জলরাশী ছুঁয়ে আসে নির্মল বাতাস। বিকেল নামলে দর্শনার্থীদের মুখরিত হয়ে ওঠে। সৌন্দর্য পিপাসুরা হারিয়ে যায় আকাশের নীলিমায়, সুনীল আকাশ আর বিশাল জলরাশী এখানে একাকার বলে এ স্থানের নামকরন করা হয়েছে নীলিমা পয়েন্ট। যা পাথরঘাটার প্রাণকেন্দ্র অবস্থিত।
লালদিয়া সমুদ্রসৈকত
পাথরঘাটার দক্ষিণে লালদিয়ার বন। এই বনের পূর্বে বিষখালী ও পায়রা নদী, পশ্চিমে বলেশ্বর নদীর মোহনা। এই তিন নদীর মোহনা ঘিরে রেখেছে লালদিয়ার বনকে।
ছবি সংগৃহীত - লালদিয়া সমুদ্রসৈকত |
এখানে বিভিন্ন রকমের পাখি বসবাস করে এবং রাতে এই বনে দূর-দূরান্ত থেকেও পাখিরা এসে আশ্রয় নেয়। এই বনে কিছু কিছু শীতকালীন অতিথি পাখিও দেখা যায়। এ বন সংলগ্ন পূর্ব প্রান্তেই সমুদ্র সৈকত। কক্সবাজার সমুদ্রসৈকতের আদলে সৈকত দেখা যায় যা দেখে মনে হবে এ যেন পাথরঘাটার আর একটি কক্সবাজার।
উপজেলা শহর থেকে ৬ কিলোমিটার দূরে হরিণঘাটা গ্রামে বিষখালী নদীর তীরে অবস্থান এই লালদিয়া সংরক্ষিত বনাঞ্চলের। সেখানকার বিষখালী নদীর অদূরে বঙ্গোপসাগরের পাড়েই হচ্ছে লালদিয়া সমুদ্রসৈকত। এখান থেকে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখা যায়। এক পাশে সমুদ্র, অন্য পাশে বন, মাঝে সৈকত, এমন প্রাকৃতিক সৌন্দর্য প্রকৃতিতে বিরল।
পাথরঘাটার পর্যটন বিকাশে উদ্যোগ
এখানকার স্থানগুলোকে এক্সক্লুসিভ পর্যটন কেন্দ্র করার প্রস্তুতি নিয়েছে সরকার। এজন্য ‘প্রিপারেশন অব পায়রা-কুয়াকাটা রিজিওনাল প্ল্যান’ প্রকল্প বাস্তবায়ন করতে যাচ্ছে সরকার। মূলত কুয়াকাটা, তালতলী ও পাথরঘাটা উপজেলার সমন্বয়ে পর্যটন জোন স্থাপন করা হবে। ইতোমধ্যেই হরিণঘাটা পর্যটন কেন্দ্র উন্নয়নের জন্য এক কোটি টাকার ‘ইকোট্যুরিজম উন্নয়ন’ প্রকল্পের কাজ করা হয়েছে।
বিশেষজ্ঞরা মনে করেন, পাথরঘাটার পর্যটন কেন্দ্রগুলোকে এক্সক্লুসিভ পর্যটন জোনের আওতায় এনে ওই আদলে এখানকার কেন্দ্রগুলোকে সাজালে শুধু দেশ নয়, বিদেশি পর্যটকরাও এখানে আসবে।
2 মন্তব্যসমূহ
আসবো ইনশাল্লাহ✌
উত্তরমুছুনঅপেক্ষায় রইলাম
মুছুন