নিখিল এই বিশ্বকে কত দিনে সৃষ্টি করা হয়েছে এই বিষয়টি আল্লাহ পাক স্পষ্টভাবে উল্লেখ করে পবিত্র কুরআনে বলেন ছয় দিনে সৃষ্টি করেছেন নিখিল এই বিশ্বকে। বিষয়টি কুরআনে একাধিকবার তিনি বর্ননা করেন।
- সূরা আল আরাফ-৫৪
- সূরা ইউনুস-৩
- সূরা হুদ-৭
- সূরা আল ফুরকান-৫৯
- সাজদাহ-৪
- ক্বাফ-৩৮ এবং হাদিদ-৪
ছবি সংগৃহীত: সৌরজগৎ |
- পবিত্র কুরানে পৃথিবী সৃষ্টি সম্পর্কে কী বলে?
নিশ্চয় তোমাদের প্রতিপালক আল্লাহ। তিনি নভোমণ্ডল ও ভূমণ্ডলকে ছয় দিনে সৃষ্টি করেছেন। অতঃপর আরশের ওপর অধিষ্ঠিত হয়েছেন। তিনি পরিয়ে দেন রাতের উপর দিনকে এমতাবস্থায় যে, দিন দৌড়ে রাতের পেছনে আসে। তিনি সৃষ্টি করেছেন সূর্য, চন্দ্র ও নক্ষত্র দৌড় স্বীয় আদেশের অনুগামী। শুনে রেখো, তাঁরই কাজ সৃষ্টি করা এবং আদেশ দান করা। আল্লাহ, বরকতময় যিনি বিশ্বজগতের প্রতিপালক (সূরা আরাফ-৫৪)।
নিশ্চয়ই তোমাদের পালনকর্তা আল্লাহ যিনি তৈরি করেছেন আসমান ও জমিনকে ছয় দিনে, অতঃপর তিনি আরশের ওপর অধিষ্ঠিত হয়েছেন। তিনি কার্য পরিচালনা করেন। কেউ সুপারিশ করতে পারবে না তবে তাঁর অনুমতি ছাড়া ইনিই আল্লাহ তোমাদের পালনকর্তা। অতএব, তোমরা তাঁরই ইবাদত করো। তোমরা কি কিছুই চিন্তা করো না’ (সূরা ইউনুস-৩)?
তিনিই আসমান ও জমিন ছয় দিনে তৈরি করেছেন, তাঁর আরশ ছিল পানির উপরে, তিনি তোমাদের পরীক্ষা করতে চান যে, তোমাদের মধ্যে কে সবচেয়ে ভালো কাজ করে। আর যদি আপনি তাদেরকে বলেন যে, ‘নিশ্চয় তোমাদেরকে মৃত্যুর পরে জীবিত উঠানো হবে, তখন কাফেররা অবশ্য বলে, এটা তো স্পষ্ট জাদু’ (সূরা হুদ-৭)!
তিনি নভোমণ্ডল, ভূমণ্ডল ও এতদুভয়ের অন্তর্বর্তী সবকিছু ছয় দিনে সৃষ্টি করেছেন, অতঃপর আরশে সমাসীন হয়েছেন। তিনি পরম দয়াময়। তাঁর সম্পর্কে যিনি অবগত, তাকে জিজ্ঞেস করো’ (সূরা ফুরকান-৫৯)।
আল্লাহ যিনি নভোমণ্ডল, ভূমণ্ডল ও এতদুভয়ের মধ্যবর্তী সব কিছু ছয় দিনে সৃষ্টি করেছেন, অতঃপর তিনি আরশে বিরাজমান হয়েছেন। তিনি ছাড়া তোমাদের কোনো অভিভাবক ও সুপারিশকারী নেই। এর পরও কি তোমরা বুঝবে না’ (সূরা সাজদা-৪)?
আমি নভোমণ্ডল, ভূমণ্ডল ও এতদুভয়ের মধ্যবর্তী সব কিছু ছয় দিনে সৃষ্টি করেছি এবং আমাকে কোনোরূপ ক্লান্তি স্পর্শ করে না’ (সূরা ক্বাফ-৩৮)।
তিনি নভোমণ্ডল ও ভূমণ্ডল সৃষ্টি করেছেন ছয় দিনে, অতঃপর আরশের ওপর সমাসীন হয়েছেন। তিনি জানেন যা ভূমিতে প্রবেশ করে ও যা ভূমি থেকে নির্গত হয় এবং যা আকাশ থেকে বর্ষিত হয় ও যা আকাশে উত্থিত হয়। তিনি তোমাদের সাথে আছেন তোমরা যেখানেই থাকো। তোমরা যা করো, আল্লাহ তা দেখেন’ (সূরা হাদিদ-৪)।
- পবিত্র হাদিসে পৃথিবী সৃষ্টি সম্পর্কে কী বলে?
শনিবার দিন : মাটি সৃষ্টি করেন
রবিবার দিন : পর্বত সৃষ্টি করেন
সোমবার দিন : বৃক্ষরাজি সৃষ্টি করেন
মঙ্গলবার দিন : বিপদ আপদ সৃষ্টি
বুধবার দিন : নুর সৃষ্টি করেন
হস্পতিবার দিন : পশু সৃষ্টি করেন
শক্রবার দিন : আদম (আঃ)কে সৃষ্টি করেন
(মুসলিম, নাসাঈ)
অর্থাৎ, জগত সৃষ্টিতে আল্লাহ তাআলা ছয়দিন সময় নিয়েছিলেন। শুক্রবারে হজরত আদম আলাইহিস সালামের সৃষ্টি বাস্তবায়িত হয়েছে।
সুতরাং সপ্তাহের সাতদিনব্যাপীই আল্লাহ তাআলা জগত সৃষ্টি করেছেন। এ সৃষ্টির শুকরিয়া আদায় করা বান্দার একান্ত কর্তব্য।
0 মন্তব্যসমূহ