বিজ্ঞাপন

বিয়ের সঠিক সময়ে সম্পর্কে ইসলাম কি বলে?

সাধারণত ছেলেরা সে-ক্সু-য়ালি এডাল্ট হয় ১৫/১৭ এর মধ্যে বা তার আগেই। মেয়েরাও সাধারণত ১৫ এর আগেই।

বিয়ের সঠিক সময়ে সম্পর্কে ইসলাম কি বলে

সেখানে আমাদের সমাজ মেয়েদের বিয়ের বয়স নির্ধারণ করে দিয়েছে ১৮ বছর এবং ছেলেদের ২১ বছর। এখানেই শেষ নয় কিন্তু সিস্টেম আরো একটা করে দিয়েছে অন্য রকম করে। ছেলেদের চাকরির বয়স সীমা ৩০/৩২ বছর। তাদের গ্রাজুয়েশান শেষ করতে করতে বয়স হয়ে যায় ২৬/২৭ বছর।


আচ্ছা একটা মানুষের গড় আয়ু যদি ৬৫ হয়, তাহলে ৩২ বছর বয়স পযর্ন্ত সে অন্যের টাকায় চলবে? এর পর স্বাবলম্বী হবে মানে চাকরি পেয়ে বিয়ে করবে ৩২ এর পরে?


একবার ভাবুন যে ছেলেটা সে-ক্সু-য়ালি এডাল্ট হলো ১৭ বছরে। সে কিনা বিয়ে করবে আরো ১৫ বছর পরে। তাহলে, এই ১৫ বছর সে কি করবে?


নিশ্চয়ই পাড়ায় যাবে! নাহয় প্রেমিকাকে নিয়ে লিটনের ফ্লাটে যাবে! অথবা পার্কের চিপায় প্রেমিকার শরীরে হাত দিবে!


নাকি দাঁতে দাঁত চেপে নিজেকে পাথর বানিয়ে রাখবে? এটাকি আদৌও পসিবল? লজিক্যালি কতটুকু পসিবল? উভয়ের ক্ষেত্রে ছেলে অথবা মেয়ে?


বাংলাদেশ এমন একটা দেশ, এখানে ম-দ বিক্রি নি-ষি-দ্ধ নয়। কিন্তু ম-দ সহ ধরা পড়লে পুলিশকে চা পানির খরচ দিতে হয়!


একটা ছেলে আরো ১৫ বছর অপেক্ষা করবে ১৭ বছর আগের ক্ষুধা মিটানোর জন্য। যেহেতু তারাও জীব, পাথর নয়। তাই তাদেরও শারীরিক চাহিদা আছে। আচ্ছা আপনি বা আপনারা কি কেউ বিশ্বাস করেন তারা ১৭ বছর অপেক্ষা করে?


আরে, অপেক্ষা করে না বলেইতো এই দেশে রেস্টুরেন্টে প্রাইভেট জোন থাকে। মিরপুর মাজার রোডে ছোট ছোট খুপরি ঘর ওয়ালা রেস্টুরেন্ট থাকে। পার্কে ছাতা ওয়ালা প্রাইভেট জোন থাকে। এই সব কিছুই এই সমাজ জানে এবং মেনেও নেয়। মেনে না নিলে এসব কবেই বন্ধ হয়ে যেত। এসব আগেই নিজের অজান্তে সমাজপতিরা মেনে নিয়েছে। শুধু ছেলে স্টাব্লিশড না হওয়া পযর্ন্ত বিয়ে হওয়াটা মেনে নিতে পারছে না।


এবার মেয়ের বাবাদের বলি 


আপনারা যদি এদেশের সুপার সাকসেসফুল বিজনেস ম্যানদের জিবনী পড়েন, দেখবেন তারা সাকসেসফুল হয়েছে অনেক পরে। অন্তত ৪০,৪৫,৫০ বছর বয়সে। আপনারা কি তত দিন অপেক্ষা করবেন আপনার মেয়েকে তাদের সাথে বিয়ে দেয়ার জন্য?


সমাজের পিতামাতাগণ সব কিছুতেই ইসলাম নিয়ে আসে শুধু ছেলে মেয়ের বিষয়ের উনারা ইসলাম বুঝেনা। এখানে পাত্রের ভালো চাকরি না দেখে উনারা বিয়ে দেন না। তাদের সমাজ বলে আগে প্রতিষ্ঠিত হও তার পর বিয়ে করতে আসো!


এবিষয়ে কুরআন কি বলে?


কুরআন বলে আগে বিয়ে করো, গরীব হলে প্রতিষ্ঠিত করার দায়িত্ব আল্লাহ্‌র! -(সূরা নূর)

এর আদলেই  ইসলামও বলেছে সাবালক হইলেই বিয়ে দিয়ে দাও।


সমাজের কিছু প্রশ্ন


বিয়ের পরে বউকে খাওয়াবি কি? এটা হচ্ছে আমাদের দেশের বিয়ের সব চেয়ে বড় বাঁধা। আচ্ছা বউকি একটা হাতি? নাকি ঘোড়া? তার তো ১০ কেজি বিচুলি লাগে না ডেইলি, তাইনা?


বিসিএস দিয়ে ৩৫ বছর বয়সে নিজের পায়ে দাঁড়িয়ে তার পর বিয়ে করতে হবে। নিজের পায়ে ঠিক-ঠাক দাঁড়াতে দাঁড়াতে তখন ওই জিনিসটা দাঁড়ানোর সময় পেরিয়ে যায়.. এখন ভাবুন, ইসলাম ধর্মে বিয়েকে অর্ধেক দ্বীন কেন বলা হয়!


এসবের পরেও পরিবার এবং সবার ব্যক্তিগত মতামত থাকতেই পারে। তারপরও আমি বলি নিজের পায়ে ঠিক-ঠাক দাঁড়াতে দাঁড়াতে ওই জিনিসটার দাঁড়ানো যেন বন্ধ না হয়ে যায় সে দিকে খেয়াল রাখুন… 😊


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

বৈশিষ্ট্যযুক্ত পোস্ট

মেয়ে পরীক্ষার হলে, বাইরে অপেক্ষারত মায়ের মৃত্যু