বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করেছেন বাংলাদেশের পর্বতারোহী বাবর আলী। আজ রবিবার বাংলাদেশ সময় সকাল ৮টা ৪৫ মিনিটে মাউন্ট এভারেস্টের চূড়ায় ওঠেন তিনি।
সংগ্রহীত ছবি: বাবর আলী |
অভিযানের প্রধান সমন্বয়ক ফরহান জামান এই তথ্য নিশ্চিত করেন।
গত ১ এপ্রিল থেকে শুরু হয় তার মাউন্ট এভারেস্ট অভিযান। ১০ এপ্রিল এভারেস্টের বেস ক্যাম্পে পৌঁছান তিনি। ২৬ এপ্রিল বেস ক্যাম্প থেকে যাত্রা শুরু করে এভারেস্ট ক্যাম্প-২ এ পৌঁছালেও, পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে ফিরে আসেন তিনি। তারপর এভারেস্টের চূড়ায় ওঠার মতো উপযুক্ত আবহাওয়ার জন্য দীর্ঘ অপেক্ষা করতে হয়েছে বাবর আলীকে।
শেষ পর্যন্ত যাত্রা শুরু হয় গত ১৪ মে। এদিন তিনি দ্বিতীয় ক্যাম্পে, ১৮ মে তৃতীয় ক্যাম্পে এবং ১৯ মে ভোরে ক্যাম্প ফোরে পৌঁছান।
এর আগে মুসা ইব্রাহিম (২০১০), এম এ মুহিত (২০১১), নিশাত মজুমদার (২০১২) ও ওয়াসফিয়া নাজরীন (২০১৩) সাফল্যের সঙ্গে এভারেস্ট জয় করেন।
0 মন্তব্যসমূহ