গরুর মোট ওজন= গরুর দৈর্ঘ্য × (গুণ) বুকের বেড় × (গুণ) বুকের বেড় ÷ (ভাগ) ৬৬০
সংগ্রহীত ছবি: গরুর ওজন মাপার সূত্র |
মনে করি, গরুটির দৈর্ঘ্য ৭০ ইঞ্চি এবং বেড় ৬০ ইঞ্চি।
তাহলে গরুর আনুমানিক ওজন হবে (৭০×৬০×৬০)÷৬৬০ = ৩৮১ কেজি
(প্রসঙ্গত, প্রধান সূত্রে পাউন্ডে হিসেব করা হয়েছে কিন্তু এখানে সুবিধার জন্য কেজিতে দেখিয়ে ৬৬০ দ্বারা ভাগ করা হয়েছে)। এই সূত্রের সাহায্যে যে ওজন পাওয়া যাবে তা হলো গরুর নাড়িভুড়িসহ সবকিছুর ওজন
0 মন্তব্যসমূহ