বিজ্ঞাপন

বেকার - সালাউদ্দীন সুপন

ছবি সংগৃহীত: বেকার


 বেকার (সালাউদ্দীন সুপন)

উদয়শূন্য, নির্বিচার লক্ষ্য নিয়ে ঘুরা তার

পেটে আছে উষ্ণাবদার-

তিন বেলা খাওয়া দরকার,

খাবে কিভাবে! দিনই তো চলে না তার

আহা বাচা, কালো অক্ষর ভূলায়ে অর্ধজীবন পাড়।।

 বড় বড় ডিগ্রী, সবই আছে তার

পেলোনা কর্মে স্বীকৃতি, হলো না রোজগার

কেন এমন নিষ্ঠুর জীবনচার! কবে হবে এর প্রতিকার... 

বাল্য হইতে নয়নে বেঁধেছে বাঁসা অস্থির স্বপন

স্বপনে-স্বপনে দ্বদ্ধে হইতো হয়েছে এমন 

হোক যেমন, ক্ষীণ হলেও আছে তো অমন শেষ অবধি খোলা রাখবো নয়ন, দেখবো খেলা হাসন-নাচন।।

যাক আর কিছু হোক না হোক, অভিজ্ঞতা সঞ্চয় হয়েছে তার

চলো এভাবে কত অজানা প্রাণীর কর্মভার...

নিদ্রাহীন চোখে বর্ণহীন তরল দ্বারা আহার বেশ তো,

সমাজ কর্ণধাররা কর্মে আনেনি সমাহার এনেছে এক অবজ্ঞা নাম অবজ্ঞা অস্তিত্ব "বেকার"।।


তারিখ-০২/০৪/২০২৩


✒️ কলমে: সালাউদ্দীন সুপন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

বৈশিষ্ট্যযুক্ত পোস্ট

মেয়ে পরীক্ষার হলে, বাইরে অপেক্ষারত মায়ের মৃত্যু