মানুষ কেবল বাঁচে মানুষের সঙ্গ পেলে, নিজেকে সঙ্গ দেওয়ার সেই মানুষ যখন দূরে চলে যায় তখন নিজেকে নিঃস্ব মনে হয়।
আমারে দেখিবার আইসো শেষ জানাজার আগে |
মানুষের জীবন সবসময় বন্ধু খুঁজে, বন্ধুহীন হয়ে চলা সত্যিই কঠিন। বলতে গেলে বন্ধু ছাড়া মানুষ একাকী হয়ে যায় মানুষ একা থাকতে পারে না বলেই একাকিত্ব অনেক সময় অসহনীয় হয়ে ওঠে।
একাকিত্বের তীব্র যন্ত্রণা সহ্য করতে না পেরে হয়তো সাথী লিখেছিলেন ‘আমারে দেখিবার আইসো শেষ জানাজার আগে যেন পরকালে তোমায় দেখার একটু স্বাদ না জাগে...!’
আত্মহত্যার ঠিক আগের দিন সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন একটি স্ট্যাটাস দিয়েছিলেন সাথী আক্তার।
এর একদিন আগে লিখেছেন, ‘আহা শখের পুরুষ, তুমি যে পরিমাণ খেলা দেখাইলা, সে খেলায় মীরজাফরও ফেল’। শুধু তাই নয়, ‘এক সপ্তাহ আগেও লিখেছেন, আবেগ এখন নিয়ন্ত্রণে; তবে আমি ধ্বংসের শেষ দিকে’।
ছবি: সাথী আক্তার |
এমন একাধিক আবেগঘন পোস্ট রয়েছে তার ফেসবুক ওয়ালে। ধারণা করা হচ্ছে, এনজিও কর্মকর্তা রাজ বিশ্বাসের সঙ্গে মনোমালিন্যের জেরে খুলনার হরিণটানা থানার পিঁপড়ামারি এলাকায় দশম শ্রেণির ছাত্রী সাথী আক্তার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
আর এখানেই শেষ হয়ে গেল সদ্য ফোঁটা ফুলের ন্যায় সুন্দর একটি জীবন। পৃথিবীরতে বেঁচে থাকার মতো সুন্দর মূহুর্তের সাথে অন্য সৌন্দর্য তুচ্ছ মাত্র। মানুষ পৃথিবীতে বেঁচে থাকবে এটাই আসল সৌন্দর্য নয়কি...?
0 মন্তব্যসমূহ